স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন একজন প্রখ্যাত স্কটিশ লেখক এবং চিকিৎসক, যিনি বিশেষভাবে শার্লক হোমস চরিত্রের স্রষ্টা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। ১৮৫৯ সালের ২২ মে, স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে জন্মগ্রহণ করা ডয়েল চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করলেও সাহিত্যকর্মের মাধ্যমে তিনি বিখ্যাত হন। তার লেখা শার্লক হোমস সিরিজ, বিশেষ করে "দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস" এবং "দ্য অ্যাডভেঞ্চারস অফ শার্লক হোমস", গোয়েন্দা গল্পের জগতে অমর হয়ে উঠেছে। তার সাহিত্যকর্মের মধ্যে রহস্য, কল্পনা, এবং মনস্তত্ত্বের চমৎকার মিশ্রণ দেখা যায়, যা আজও পাঠকদের মুগ্ধ করে। ১৯৩০ সালের ৭ জুলাই তিনি ইংল্যান্ডে মারা যান, কিন্তু তার লেখা এখনও পৃথিবীজুড়ে পাঠকপ্রিয়।
গত বছর শরতে গিয়েছিলাম বন্ধুবর শার্লক হোমসের সঙ্গে দেখা করতে। গিয়ে দেখি লালমুখো, মোটাসোটা এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে আলাপে মগ্ন ও। শুধু চেহারাই নয়, লোকটার মাথার চুলও আগুনের মতো লাল। অসময়ে হঠাৎ ঢুকে পড়বার জন্যে ক্ষমা চেয়ে বেরিয়ে আসছিলাম, এমন সময় হোমস আমা...
November 19, 2024